আইন ও অপরাধ

মোশাররফের মামলায় চার্জের আদেশ ৩০ জুলাই

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় চার্জ গঠনের বিষয়ে আদেশের তারিখ আগামী ৩০ জুলাই ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আতাউর রহমান শুনানি শেষে আদেশের এ তারিখ ঠিক করেন। ২০০৮ সালের ২৭ জুলাই এনবিআরের উপ কর-কমিশনার মো. মুহতাসিবুর রহমান খান মামলাটি দায়ের করেন। পরবর্তীতে আসামিপক্ষ উচ্চ আদালতে মামলাটি বাতিলের জন্য আবেদন করায় এ মামলার বিচার স্থগিত ছিল। সম্প্রতি উচ্চ আদালত আসামিপক্ষের আবেদন খারিজ করায় নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়। মামলায় আসামি ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ১৯৯৬-৯৭ করবর্ষ থেকে ২০০৫-০৬ কর বর্ষ পর্যন্ত ২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৫৫৪ টাকা আয় গোপনের অভিযোগ এবং এই গোপন করা আয়ের ওপর প্রযোজ্য ৬৩ লাখ ২৩ হাজার ৬০২ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়। রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৮/মামুন খান/সাইফ