আইন ও অপরাধ

বিআরটিএর ৩ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : ভুয়া রেকর্ডপত্রের মাধ‌্যমে রেজিষ্ট্রেশন বিহীন ১৭টি গাড়ি মানিকগঞ্জ সার্কেলে অন্তর্ভুক্ত করার দায়ে বিআরটিএর প্রাক্তন তিন সহকারী পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য‌্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন। আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের ১৭ অক্টোবর দুদকের সহকারী পরিচালক আবদুস সালাম আলী মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শিগগিরই আদালতে অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করা হবে। আসামিরা হলেন-বিআরটিএ, মানিকগঞ্জ সার্কেলের প্রাক্তন সহকারী  পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. আব্দুল হান্নান, মো. এনায়েত হোসেন মন্টু, মো. জয়নাল আবেদীন চৌধুরী, সাভারের বাসিন্দা জুয়েল আহমেদ ও মো. ইয়াকুব ভূইয়া। এজাহার সূত্রে জানা যায়, আসামি মো. আব্দুল হান্নান ভূয়া রেকর্ডপত্র সৃজন করে রেজিষ্ট্রেশন বিহীন ১৭টি গাড়ি বিআরটিএর মানিকগঞ্জ সার্কেলে অন্তর্ভুক্ত করেন। যেখানে তাকে অন‌্যান‌্য সহকারী পরিচালক সহায়তা করেন বলে দুদকের তদন্তে বেরিয়ে এসেছে। তাই দুদক ৪৬৭/৪৬৮/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট অনুমোদন দিয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৮/এম এ রহমান/সাইফ