আইন ও অপরাধ

ফারুককে পরীক্ষায় অংশগ্রহণে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনের নেতা ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানকে কারাগার থেকে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালত এ আদেশ দেন। এদিন ফারুককে পরীক্ষায় অংশগ্রহণ করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের আবেদন করে শুনানি করেন তার আইনজীবী জায়েদুর রহমান ও নুর উদ্দিন। শুনানিতে তারা বলেন, ফারুক হাসানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অব ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা আগামী ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। কারাবিধি মোতাবেক ফারুককে পরীক্ষায় অংশগ্রহণ করতে আদেশ দেওয়ার প্রার্থনা করেন তারা। শুনানি শেষে আদালত ফারুককে পরীক্ষায় অংশগ্রহণ করতে জেলকোড অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। এর আগে গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সুহেল ইসলামকে কারাগার থেকে জেলকোড অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আদালত। রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৮/মামুন খান/সাইফ