আইন ও অপরাধ

শাহজালালে ৯ কেজি সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ কেজি ৩২০ গ্রাম স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার বর্তমান বাজার মূল্য প্রায় চার কোটি ৬৬ লাখ টাকা। সোমবার সকালে কাতার থেকে আগত একটি বিমান থেকে মালিকবিহীন অবস্থায় ৮০টি স্বর্ণবার আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ৩২০ গ্রাম। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন। শুল্ক গোয়েন্দা জানায়, সকালে কাতারের দোহা থেকে আগত কিউআর ৬৪০ ফ্লাইট হতে মালিকবিহীন অবস্থায় ৮০টি স্বর্ণবার  আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণের ওজন ৯ কেজি ৩২০ গ্রাম। গোপন সংবাদ থাকায় প্রথম থেকেই ক্লিনারদের শরীর, জুতা ইত্যাদি চেক করা হয়। শেষে বিমান রামেজিং করে ১৮ এফ সিটের নিচে বিশেষ কায়দায় ৪টি প্যাকেটে কালো টেপ দ্বারা পেচানো পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে উক্ত প্যকেটগুলো ব্যাগেজ কাউন্টারে এনে সকল সংস্থার উপস্থিতিতে প্যাকেটগুলো খুলে উক্ত পরিমাণ ৯ কেজি ৩২০ গ্রাম স্বর্ণবার আটক করা হয়। আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

   

রাইজিংবিডি/ঢাকা/৬ আগস্ট ২০১৮/এম এ রহমান/সাইফ