আইন ও অপরাধ

সেবায় বিদ্যুৎ অফিসের গাফিলতি

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎসেবার মান উন্নয়নে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের (ডিপিডিসি) গাফিলতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক হটলাইনে আসা অভিযোগের ভিত্তিতে বুধবার রাজধানীর রমনায় কোম্পানিটির ডিপিডিসির এনওসিএস অফিসে অভিযান চালিয়ে ওই গাফিলতির প্রমাণ পাওয়া যায়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক মো. খায়রুল হকের নেতৃত্বে পুলিশসহ পাঁচ সদস্যের একটি দল ওই অফিসে বিদ্যুৎ সংযোগ প্রদান এবং বিদ্যুৎ চুরি রোধ সংক্রান্ত ঘটনার অভিযোগ পর্যবেক্ষণের জন্য অভিযান চালায়। দুদক জানায়, বিদ্যুৎ অফিসে কতগুলো সংযোগের আবেদন পেন্ডিং রয়েছে, সোলার প্যানেল ইন্সটলেশন নিশ্চিত করেই সংযোগ দেওয়া হচ্ছে কি না, বকেয়া বিল আদায়ের তথ্যাদি, বিদ্যুৎ চুরি বন্ধে নিয়মিত অভিযান চলছে কি না ইত্যাদি পর্যালোচনা করে দুদক টিম। টিম সরেজমিন পরিদর্শনে দেখতে পায়, ২০১৯ সালের মধ্যেই সকল সংযোগে প্রিপেইড মিটার প্রদানের বিষয়ে নির্দেশনা থাকলেও ডিপিডিসি, রমনা অফিস থেকে এখন পর্যন্ত কোনো প্রিপেইড মিটার সংযুক্ত করা হয়নি। দুদক টিম বিদ্যুৎসেবা প্রদানে সুশাসন নিশ্চিতকরণ ও সেবাপ্রার্থীদের ভোগান্তি দূর করার জন্য নির্বাহী প্রকৌশলী মোহসিন আব্দুল্লাহকে পরামর্শ দেয়। এ অভিযান প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, ‘বিদ্যুত সেক্টর সেবা খাত। এ খাতে শুদ্ধতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে দুদক নিরলসভাবে কাজ করছে।’ রাইজিংবিডি/ঢাকা/৮ আগস্ট ২০১৮/এম এ রহমান/রফিক