আইন ও অপরাধ

খালেদার জবানবন্দি নিয়ে বই প্রকাশ: ৩ আসামির রিমান্ড

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জবানবন্দি আদালতের অনুমতি ছাড়া প্রকাশ করায় তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-আবদুর রহমান নূর ওরফে রাজন ওরফে রাজন বেপারী, মেহেদী হাসান ইভান ও শান্ত ইসলাম জুম্মন। এদের মধ্যে রাজন ও ইভান অনলাইন অ্যাকটিভিস্ট ও সাইবার এনালিস্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ওই তিন আসামির ৫ দিন এবং ছাপাখানা ও প্রকাশনা আইনের মামলায় জুম্মন বাদে অপর দুই আসামির দুই দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত। দুই মামলারই তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর খোকন মিয়া। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ১০ দিন ও ছাপাখানা ও প্রকাশনা আইনের মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। উল্লেখ্য, মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে জবানবন্দি নিয়ে প্রকাশিত বিপুল পরিমাণ বইসহ আসামিদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৮/মামুন খান/সাইফ