আইন ও অপরাধ

সাখাওয়াত আরেক মামলায় রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ওরফে রনি ওরফে রাতুলের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী রিমান্ডের আদেশ দেন। কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের কর্তব্যকাজে বাঁধা দেয়ার অভিযোগের মামলায় একদিনের রিমান্ড শেষে সাখাওয়াত হোসেনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী। তবে রমনা রমনা থানায় দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় সাখাওয়াতের সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অপরদিকে আসামির পক্ষে নূর উদ্দিন ও জায়েদুর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। আর পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেয়ার মামলায় জামিন চান। শুনানি শেষে আদালত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন। একই সঙ্গে পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেয়ার মামলায় জামিনের আবেদন নাকচ করে দেন। গত ৮ আগস্ট সাখাওয়াতের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৮/মামুন খান/শাহনেওয়াজ