আইন ও অপরাধ

বিএনপি নেতা তৃপ্তির জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. আফতাব আহমেদ হত্যা মামলায় বিএনপি নেতা ও প্রাক্তন সংসদ সদস্য মো. মফিকুল হাসান তৃপ্তির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম ফাহদ বিন আমিন চৌধুরী জামিন নামঞ্জুর করে রিমান্ড আবেদন নথিভুক্ত করে রাখেন। মফিকুল হাসান তৃপ্তির পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার ও হান্নান ভূঁইয়া। গত ৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক সুব্রত কুমার সাহা মফিকুল হাসান তৃপ্তির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ওই দিন আদালত রিমান্ড শুনানির দিন সোমবার ধার্য করে মফিকুল হাসান তৃপ্তিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রিমান্ড আবেদনে বলা হয়, এ মামলায় পূর্বে ধৃত সন্দিগ্ধ আসামি সানজিদুল হাসান ইমনের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এবং অন্যান্য আনুষঙ্গিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সন্দিগ্ধ আসামি মফিকুল হাসান তৃপ্তি উপাচার্য হত্যার সাথে জড়িত মর্মে তদন্তে প্রকাশ পায়। মামলার সুষ্ঠু তদন্ত ও হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে এ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা। গত ৮ আগস্ট বিকেল ৪টার দিকে বনানীর বাসা থেকে মফিকুল হাসান তৃপ্তিকে গ্রেপ্তার করে সিআইডি। প্রসঙ্গত, ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড.  আফতাব আহমেদ ফুলার রোডস্থ ৪র্থ তলার ফ্ল্যাটে দুস্কৃতিকারীদের দ্বারা গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় তার স্ত্রী নূর জাহান আক্তার ২৪ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা দায়ের করেন। ২৬ সেপ্টেম্বর ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ড. আফতাব আহমেদ। রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৮/মামুন খান/রফিক