আইন ও অপরাধ

ফেসবুকে উসকানির অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উস্কানিমূলক মিথ্যা তথ্য অপপ্রচারের দায়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এ উস্কানি দেওয়া হয় বলে পুলিশ কর্মকর্তারা দাবি করেছেন। বুধবার বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘মঙ্গলবার দিনগত রাতে কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুজনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া চেষ্টা করেছিল।’ এদিকে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলো আহমাদ হোসাইন ও নাজমুস সাকিব। আসামিদের বিরুদ্ধে পল্টন থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(২) ও ৬৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৮/মাকসুদ/সাইফ