আইন ও অপরাধ

আ.লীগ অফিসে হামলা মামলায় ৯ শিক্ষার্থীর জামিন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলায় ৯ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালত জামিনের আদেশ দেন। জামিন পাওয়া শিক্ষার্থীরা হলেন-সোহাদ খান, মাসরিকুল ইসলাম, তমাল সামাদ, মাহমুদুর রহমান, ওমর সিয়াম, মাহাবুবুর রহমান, ইকবাল হোসেন, নাইমুর রহমান ও মিনহাজুল ইসলাম। এরা সবাই তিন মামলার আসামি। আসামিপক্ষে জামিন শুনানি করেন-মিজানুর রহমান, আদনান রোজী, আব্দুল আলীম প্রমুখ আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মকবুলুর রহমান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুরের আদেশ দেন। প্রসঙ্গত, গত ৪ আগস্ট বিকেলে জিগাতলা ও ধানমন্ডিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের কার্যালয়ের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে কয়েকজন আহতও হন। এ সময় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। ওই ঘটনায় ধানমন্ডি থানায় তিনটি মামলা দায়ের করা হয়। রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৮/মামুন খান/সাইফ