আইন ও অপরাধ

ছাত্র আন্দোলনের মামলায় ৪২ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায়  ৪২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকা সিএমএম আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন হওয়া শিক্ষার্থীদের মধ্যে বাড্ডা থানার ১২ জন, ভাটারা থানার ৬ জন, শাহবাগ থানার ২ জন, কোতয়ালী থানার ৩ জন, রমনা থানার ৩ জন, উত্তরা পশ্চিম থানার ৩ জন, নিউমার্কেট থানার ৩ জন, পল্টন থানার ১ জন এবং ধানম-ি থানার ৯ জন। ঢাকার মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এবং মহানগর হাকিম একেএম মঈনউদ্দিন সিদ্দিকীসহ কয়েক জন হাকিম আসামিদের জামিনের আবেদন মঞ্জুর করেন। জামিন পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন- ইকতিদার হোসেন, ইফতেখার আহম্মেদ, নূর মোহাম্মদ, জাহিদুল হক, হাসান, মুশফিকুর রহমান, রাশেদুল ইসলাম, রেজা রিফাত আখলাক, এএইচএম খালিদ রেজা ওরফে তন্ময়, তরিকুল ইসলাম, রেদোয়ান আহম্মেদ, সাখাওয়াত হোসেন নিঝুম, আজিজুল করিম অন্তর, মাসহাদ মর্তুজা বিন আহাদ, মেহেদী হাসান, শিহাব শাহরিয়ার, মেহেদী হাসান, সোহাদ খান, মাসরিকুল ইসলাম, তমাল সামাদ, মাহমুদুর রহমান, ওমর সিয়াম, মাহাবুবুর রহমান, ইকবাল হোসেন, নাইমুর রহমান,  মিনহাজুল ইসলাম, মাহমুদ খান রবিন, তোফায়েল, আশিক, মেহেদী, জাহিদুল, দুলাল, সাইফুল ইসলাম ওয়াদুদ, নুর আলম মিঠু, আজিজুর রহমান, আমিন হোসেন, আমানুল, খায়রুল, দাইয়ান নসির, আবু বক্কর সিদ্দিক ও রিয়াজুল হক। আসামিদের পক্ষে জামিন শুনানি করেন, অ্যাডভোকেট কবীর হোসাইন, আকতার হোসেন সোহেল, মাইদুল ইসলাম পলক। আসামিদের মধ্যে অধিকাংশই বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থসাউথ, সাউথইস্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত ২৯ জুলাই রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হন। এরপর ঘাতক বাসচালকের শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৮/মামুন খান/শাহনেওয়াজ