আইন ও অপরাধ

জামিন নামঞ্জুর, কারাগারে লুমা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফুর নাহার লুমার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালত এ আদেশ দেন। তিন দিনের রিমান্ড শেষে লুমাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম। লুমার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া, নূর উদ্দিন, জায়েদুর রহমান জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে লুমাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তার আইনজীবী জায়েদুর রহমান। প্রসঙ্গত, গত ১৫ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খিদ্রচাপড়ি এলাকায় দাদার বাড়ি থেকে লুমাকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট ও বেলকুচি থানার পুলিশ। পরদিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। লুৎফুর নাহার লুমা রাজধানীর ইডেন মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৮/মামুন খান/এনএ