আইন ও অপরাধ

আবারো শাহজালালে নতুন মাদক এনপিএস জব্দ

নিজস্ব প্রতিবেদক : দশ দিনের মাথায় তৃতীয় বারের মতো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন মাদক এনপিএস জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার বিমানবন্দরের কার্গো ইউনিটের অভ্যন্তরে অবস্থিত ফরেইন পোস্ট অফিসের মাধ্যমে আটটি কার্টনে থাকা ১৪০ কেজি এনপিএস জব্দ করা হয়। এর আগে রোববার দুপুরে জেট এয়ারওয়েজের ইথিওপিয়া থেকে ভারত হয়ে ঢাকায় আসে এনপিএসের চালান। পরে সেটি ফরেইন পোস্ট অফিসে নেওয়া হয় এবং আজ খোলা হয়। এটি জব্দ করে ডিএনসির কাছে হস্তান্তর করা হয়। ঢাকা কাস্টমস হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী জানান, দেশের একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যে মাদকের এই চালান জব্দ করা হয়। প্রসঙ্গত, গত ৩১ আগস্ট দেশে এনপিএস মাদকের প্রথম চালান জব্দ করা হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৮/নূর/সাইফ