আইন ও অপরাধ

৩ কোটি টাকার বিদেশি সিগারেট পরিত্যক্ত অবস্থায় জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ১০ লাখ শলাকা বিদেশি সিগারেট পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। এসব সিগারেটের দাম ৩ কোটি টাকা। মঙ্গলবার দুবাই থেকে আগত একটি বিমানে আসা লাগেজ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার কার্টনে থাকা ওই সিগারেটগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন। শুল্ক গোয়েন্দা জানায়, রাতে দুবাই থেকে ফ্লাইট নং ইওয়াই-২৫৮ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা আমদানি কার্গোতে বিশেষ নজরদারি বজায় রাখে। মালিকবিহীন অবস্থায় শুল্ক গোয়েন্দা এয়ারফ্রেইট ইউনিট দল আটক করে। পরবর্তীতে কার্গো কাস্টমস হলে বিকেল সাড়ে ৫টায় বিভিন্ন সংস্থার উপস্থিতিতে পাঁচটি বড় প্লেট খুলে ৫ হাজার কার্টনে ১০ লাখ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। পণ্যগুলো  হাউজহোল্ড গুডস ঘোষণায় আনা হয়। আটককৃত সিগারেটগুলো মন্ড ও ৩০৩  ব্র্যান্ডের। প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৮/এম এ রহমান/রফিক