আইন ও অপরাধ

কুমিল্লায় নাশকতার মামলায় খালেদার জামিন নামঞ্জুর

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার বিকেল ৫ টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচার কে এম শামছুল আলম এ রায় দেন। সকালে জামিন শুনানি শেষে জেলা ও দায়রা জজের বিচারক কে এম শামছুল আলম তাৎক্ষনিক কোনো আদেশ না দিয়ে বিকেল ৩ টায় আদেশ দেওয়া হবে জানিয়ে এজলাস ত্যাগ করেন। এর আগে বুধবার কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে  এই মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অধিকতর শুনানির জন্য সময় আবেদন করলে কুমিল্লা জেলা ও দায়রা জজ বিচারক কে এম সামছুল আলম বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় অধিকতর শুনানির  পরবর্তী দিন ধার্য করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জামিন শুনানি শুরু হয়ে সাড়ে ১১টায় তা শেষ হয়। জামিন শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি অ্যাডভোকেট. মোস্তাফিজুর রহমান লিটন। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কাইয়ূমুল হক রিংকু, অ্যাডভোকেট তাইফুর আলমসহ অনেকে। অ্যাডভোকেট কাইয়ূমুল হক রিংকু জানিয়েছেন মামলার নথিপত্র সংগ্রহ করে তারা উচ্চ আদালতে জামিন চাইবেন। উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল নামক স্থানে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরের দিন চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদি হয়ে  বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। রাইজিংবিডি/কুমিল্লা/১৩ সেপ্টেম্বর ২০১৮/ইমরুল/শাহেদ