আইন ও অপরাধ

শাহজালালে স্বর্ণ ও ওষুধ উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩ কেজি স্বর্ণ ও মিশর থেকে আনা ওষুধ উদ্ধার করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা পৃথক অভিযান চালিয়ে স্বর্ণ ও ওষুধসহ দুইজনকে আটক করেছে। জাতীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রিজেন্ট এয়ারওয়েজের সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইটে নজর রাখা হচ্ছিল। সন্দেহ হলে ওই ফ্লাইটের যাত্রী শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ১৩ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বর্ণ ও যাত্রীকে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, রোববার ভোরে মিসর থেকে বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে দেশে ফেরার পর মো. জামাল নামের এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা। আটক জামালের কাছ থেকে পাঁচ ধরনের ৩১ হাজার ২৫০ পিস ওষুধ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। জব্দ ওষুধগুলোর মধ্যে রয়েছে-‘ডুফাস্ট ওন’ ১২ হাজার পিস, ‘ম্যক্সটর্ড’ ২ হাজার পিস, ২৫ মিলিগ্রামের ‘নিওরাল’ ১৫ হাজার পিস, ৫০ মিলিগ্রামের ‘নিওরাল’ ২ হাজার পিস ও ‘নোভো র‌্যাপিড’ ২৫০ পিস। এগুলোর আনুমানিক মূল্য এক কোটি টাকা। রাইজিংবিডি/ঢাকা/১৬ সেপ্টেম্বর ২০১৮/হাসান/সাইফ