আইন ও অপরাধ

মেঘনা-মেনিখালী দখল: হাইকোর্টের স্থিতাবস্থা জারি

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা ও মেনিখালী নদীর অবৈধ দখল, নির্মাণকাজ ও মাটি ভরাট কাজের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। রোববার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশে দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। এর আগে গত ৯ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ সংবাদ সংযুক্ত করে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। রাইজিংবিডি/ঢাকা/১৬ সেপ্টেম্বর ২০১৮/মেহেদী/সাইফ