আইন ও অপরাধ

নির্বাচন কমিশনকে জোনায়েদ সাকীর লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য  গণসংহতি আন্দোলনের  আবেদন খারিজ হওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নিবন্ধনের আবেদন খারিজ কেন অবৈধ হবে না নোটিশে তা জানতে চাওয়া হয়েছে। রোববার গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকীর পক্ষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এ নোটিশ পাঠান। প্রধান নির্বাচন কমিশনার, আইন মন্ত্রণালয়ের সচিব ও নির্বাচন কমিশনের যুগ্নসচিবকে সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৮/মেহেদী/ইভা