আইন ও অপরাধ

কালশিতে মাদকবিরোধী অভিযান, আটক ২

নিজস্ব প্রতিবেদক :  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী ক্রাস বা প্রোগ্রামের অংশ হিসেবে কালশির বিহারী বস্তিসহ বিস্তৃর্ণ এলাকায় অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। রোববার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে দুপুর ১টা পর্যন্ত দুই মাদক ব্যবসায়ীকে আটকের খবর পাওয়া গেছে। ডিএনসির নেতৃত্বে অভিযানে অংশ নিয়েছে পুলিশ, ডিবি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), আনসার ও এপিবিএন। এতে সব বাহিনী ও সংস্থার প্রায় ২৫০ সদস্য রয়েছেন। ডিএনসির ঢাকা মেট্রো উপ অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম জানান, মাদকবিরোধী ক্রাস বা প্রোগ্রামের অংশ হিসেবে কালশির বিহারী বস্তিসহ বিস্তৃর্ণ এলাকায় অভিযান চালানো হচ্ছে। দুপুর ১টা পর্যন্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে  বেশ কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযান শুরুর পর পরই অনেক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছেন। তবে তাদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান খুরশিদ আলম। রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৮/নূর/ইভা