আইন ও অপরাধ

হোটেল নিরবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার নিরব হোটেলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে। ওই হোটেলে কুকুরের মাংস কালো ভুনা করা হয় বলে প্রচার করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ এবং অপপ্রচারকারির বিচার দাবি করেছেন নিরব হোটেলের মালিক আনোয়ার হোসেন আনু। মঙ্গলবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।  লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর  রুদ্র সাইফুল নামের এক ব্যক্তি তার ফেসুবক ওয়ালে লেখেন- জনপ্রিয় চানখারপুলের নিরব রেস্টুরেন্ট বন্ধ করা হয়েছে কুকুরের মাংস পরিবেশনের জন্য। প্রতিটি কুকুর এক হাজার টাকার বিনিময়ে কিনতো নিরবের মালিক। আর কালো ভুনা করা সেই মাংসই এতদিন সবাই খেয়েছেন। বিগত চার বছর ধরে এই কর্ম করে আসছে নিরবের মালিক।’ তিনি আরও বলেন, ‘তারা এই হোটেল গত ৫০ বছর ধরে সুনামের সঙ্গে চালিয়ে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন হাজারো মানুষ এ্ই হোটেল থেকে খাবর সংগ্রহ করে আসছে। যা মিথ্যা-ভিত্তিহীন। এ বিষয়ে গত ২০ সেপ্টেম্বর চকবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’ সংবাদ সম্মেলনে আনুর ভাতিজা আমিনুর রহমান এজাজ ও পুরান ঢাকার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৮/মাকসুদ/এনএ