আইন ও অপরাধ

ডিএনসিসিতে দুদকের অভিযান : ৩ জন সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : ঘুষ ও দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-২ এর মিরপুর অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অভিযোগের সত্যরতা পাওয়ায় ডিএনসিসির ৩ জনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেবা নিতে হলেই ঘুষ প্রদান করতে হয়- এমন অভিযোগ দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আসে। সংস্থাটির সহকারী পরিচালক সেলিনা আখতার মনির নেতৃত্বে ৭ সদস্যের টিম অভিযান চালায়। দুদক জানায়, লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে কর্মরত তিন জনের সঙ্গে একজন করে দালাল সংযুক্ত আছে, যারা তাদের ঘুষ লেনদেনে সহায়তা করছে। দুদক টিম উপস্থিত হওয়া মাত্র দালালরা পালিয়ে যায়। মোঃ বাবুল নামে প্রকৌশল শাখার একজন চেইনম্যানের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সকল কাজ করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। দুদক টিম সেই অফিসে সিটিজেন চার্টার এবং বিভিন্ন সেবার ফি সম্বলিত তালিকা পায়নি। এ সকল অনিয়ম দুদকের উপস্থিতিতে প্রত্যক্ষ করে শিগগিরই দূর করার নিশ্চয়তা প্রদান করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। এ অভিযানের পর দুর্নীতির দায়ে সংশ্লিষ্ট ৩ জনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। যার প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যপদিকে দুদকের হস্তক্ষেপে সিলেটের জালালাবাদ উপজেলাধীন কালীবাড়ি এলাকার অলদারপাড়ায় অবৈধভাবে টিলা ও পাহাড় কাটা বন্ধ করা হয়েছে। সিলেট পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন ও দুদকের উপ-পরিচালকের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে পাহাড় কাটায় জড়িতরা পালিয়ে যায়। তবে পাহাড় কাটায় ব্যবহৃত একটি যান জব্দ করা হয় এবং একজনকে গ্রেফতার করা হয়। বিদ্যুৎ বিভাগের সহায়তায় উক্ত এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়। তবে মূল অপরাধীকে শনাক্ত করে পরিবেশ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া পাহাড় কাটায় জড়িতদের ব্যবহৃত কক্ষটি সিলগালা করা হয়েছে। অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ চৌধুরী বলেন, ‘দুদক সরকারি দপ্তরের সেবা প্রদানকে ঘুষের অভিশাপমুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ। ভবিষ্যতে দুর্নীতি বন্ধে প্রয়োজনে ট্র্যাপ অভিযান চালানো হবে।’ অন্যাদিকে পাহাড় কাটা প্রসঙ্গে মুনীর চৌধুরী বলেন, ‘পাহাড় কাটার অপরাধের পেছনে সিন্ডিকেটভিত্তিক দুর্নীতি আছে, যা পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয়। পরিবেশ ধ্বংস ও দুর্নীতি একসুত্রে গাঁথা। পরিবেশ অধিদপ্তর পরিবেশ রক্ষার ম্যান্ডেটপ্রাপ্ত, দুদক এক্ষেত্রে উক্ত অধিদপ্তরকে সহায়তা দিচ্ছে মাত্র।’ রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৮/এম এ রহমান/শাহনেওয়াজ