আইন ও অপরাধ

কাশিমপুর থেকে আদালতে আসামিরা

নিজস্ব প্রতিবেদক : একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার ৩১ আসামিকে পুরনো ঢাকার বকশী বাজারের অস্থায়ী আদালতে তোলা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে আসামিদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুরনো ঢাকার বকশী বাজারের অস্থায়ী আদালতে নিয়ে আসা হয়। বেলা সাড়ে ১১টার দিকে আসামিদের আদালতে তোলা হয়েছে। আগেই জানানো হয়েছে, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলার রায় ঘোষণা করা হবে আজ। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করবেন। গত ১৮ সেপ্টেম্বর যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। পড়ুন

রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/মাকসুদ/সাইফ