আইন ও অপরাধ

সোয়া কোটি টাকার গার্মেন্টস পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক : ঘোষণাতিরিক্ত গার্মেন্টস পণ্য আমদানি করার দায়ে সোয়া কোটি টাকার পণ্যের চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। চট্টগ্রাম বন্দর থেকে মিথ্যা ঘোষণায় খালাসকালে ওই পণ্য জব্দ করা হয় বলে বুধবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে জানিয়েছেন। শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদ থাকায় গত ২৩ সেপ্টেম্বর আমদানিকারক এমএস প্লে বয়েজ কর্তৃক আমদানিকৃত চালানটির খালাস সাময়িক স্থগিত করা হয়। চালানটি খালাসের দায়িত্বে নিয়োজিত ছিলেন সিএন্ডএফ এজেন্ট নিউ বেঙ্গল ইন্টারন্যাশনাল এজেন্ট লিমিটেড। এরপর সিএন্ডএফ এজেন্টের উপস্থিতিতে গত ৮ অক্টোবর বিভিন্ন সংস্থার উপস্থিতিতে পণ্য চালানটি কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষায় ফুল সোয়েটার ৫২৫ পিস, টি শার্ট ১২৫০টি, ম্যানস জ্যাকেট ১৪ হাজার ৬৬৭টি এবং কিডস জ্যাকেট ২ হাজার ৮২৭ পিস ঘোষণাতিরিক্ত পণ্য পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য শুল্ককরসহ মোট মূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে শুল্কের পরিমাণ ৭৮ লাখ ৭৭ হাজার ২২৯ টাকা। ন্যায় নির্ণয়সহ শুল্ক করাদি আদায়ের জন্য প্রতিবেদনটি কমিশনার কাস্টম হাউস, চট্টগ্রাম বরাবর প্রেরণ করা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/এম এ রহমান/সাইফ