আইন ও অপরাধ

দুদকের অভিযানে দখলমুক্ত ৭ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে দখলমুক্ত হয়েছে রংপুরের সাত শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ। রংপুরের কাউনিয়া উপজেলার চারটি ইউনিয়নের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ইজারার নামে অবৈধভাবে দখল করে হাট-বাজার বসানোর অভিযোগ পেয়ে বুধবার সেখানে অভিযান চালায় দুদক। রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লাহর নেতৃত্বে চার সদস্যের দল এ অভিযান চালায় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে জানিয়েছেন। দুদক জানায়, দুদক টিমের উপস্থিতিতে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রধান এবং হাট-বাজারের ইজারাদারসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সভা আহ্বান করা হয়। সভায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে অবৈধ হাট-বাজার বন্ধের জন্য সাত দিন সময় বেঁধে দেওয়া হয়। দুদকের নির্দেশে ওই সভার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে। অভিযান প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের নেপথ্য কারণ দুর্নীতি, যা শিক্ষার পরিবেশকে ক্ষুণ্ন করছে। দুদক দুর্নীতি বন্ধে এ অভিযান চালিয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/এম এ রহমান/রফিক