আইন ও অপরাধ

মানি লন্ডারিং: রাফির ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় মেসার্স ফাইজউদ্দিন অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ রফিক উদ্দিন ওরফে মোহাম্মদ রাফিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৬৫ কোটি ৯৪ লাখ ৪৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এসব টাকা রাষ্ট্র পাবে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। দুদকের কোর্ট ইন্সপেক্টর আশিকুর রহমান আশিক এসব তথ্য নিশ্চিত করেছেন। দুদকের আইনজীবী আবুল হাসান জানান, আসামি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মোহসেন আল ব্রাইকি ট্রেডিং কোম্পানির কাছ থেকে গম, মশুর ডাল, মটর ডাল আমদানির নামে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের মৌলভীবাজার শাখায় ২০১২ সালের ৭ মে থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১০টি এলসি খোলেন। কিন্তু এসব এলসির মালামাল দেশে না এনে ৩২ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকা মোহসেন আল ব্রাইকি ট্রেডিং কোম্পানির সহায়তায় মেসার্স ফাইজউদ্দিন অ্যান্ড কোম্পানির নামে পাচার করেন। ওই অভিযোগে দুদকের উপ-পরিচালক ঋত্বিক সাহা ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি চকবাজার থানায় মামলা দায়ের করেন। একই ব্যক্তি মামলাটি তদন্ত করে পরের বছরের ১০ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/মামুন খান/রফিক