আইন ও অপরাধ

জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি না দেওয়ায় রিট

নিজস্ব প্রতিবেদক : সিলেটে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সমাবেশের অনুমতি না দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সিলেটের জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক আলী আহমেদ এ রিট দায়ের করেন। আগামীকাল সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী জগলুল হায়দার আফ্রিক। ড. কামাল হোসেন রিট আবেদনের শুনানিতে অংশ নিবেন বলে জানান তিনি। স্বরাষ্ট্র সচিব, আইজিপি, সিলেটের পুলিশ কমিশনারসহ ৫ জনকে রিটে বিবাদী করা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৮/মেহেদী/সাইফ