আইন ও অপরাধ

আরো একটি মামলায় জাফরুল্লাহ চৌধুরীর জামিন

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়া থানায় দায়ের  করা চাঁদাবাজি ও জমি দখলের আরো একটি  মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিনের আদেশ দেন। আদালতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ২১ অক্টোবর ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আবারও চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে মামলা হয়। সেলিম আহমেদ নামে এক ব্যক্তি বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। এ নিয়ে আশুলিয়া থানায় জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগে মোট তিনটি মামলা দায়ের করা হলো। গত ১৫ অক্টোবর গভীর রাতে মানিকগঞ্জের মোহাম্মদ আলী ও ১৯ অক্টোবর রাতে হাসান ইমাম নামের এক ব্যক্তি চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এই দুই  মামলায় গতকাল ২১ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৮/মেহেদী/রফিক