আইন ও অপরাধ

আদালতে নেওয়া হবে মইনুলকে

নিজস্ব প্রতিবেদক : ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে নেওয়া হবে। সোমবার রাতে গ্রেপ্তারের পর তিনি গোয়েন্দা পুলিশ হেফাজতে রয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যারিস্টার মইনুলকে রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে নেওয়া হবে। রংপুরে সোমবার ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন মানবাধিকারকর্মী মিলি মায়া। তিনি রংপুর নগরীর মুলাটোল মহল্লার বাসিন্দা। মামলাটি তার পক্ষে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করেন সহকারী পাবলিক প্রসিকিউটর আইনুল হোসেন। এ মামলায় সোমবার রাতে উত্তরায় জেএসডি নেতা আ স ম আবদুর রবের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া সম্প্রতি বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টির উদ্দেশে ‘অশালীন’ কথা বলায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মামলা দায়ের করা হয়। এসব মামলার কয়েকটিতে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন মইনুল হোসেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৮/মাকসুদ/ইভা