আইন ও অপরাধ

আদালতে আইনজীবী মইনুল

নিজস্ব প্রতিবেদক : ডিবি কার্যালয় থেকে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে নেওয়া হয়েছে আইনজীবী মইনুল হোসেনকে। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে তাকে আদালতে নেওয়া হয়। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে শুনানি হবার কথা রয়েছে। প্রসঙ্গত, সোমবার রাত ৯টা ২৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল রাজধানীর উত্তরায় জেএসডি নেতা আ স ম আবদুর রবের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরপরই মইনুল হোসেনকে  গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ‘ব্যারিস্টার মইনুলকে রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’ উল্লেখ্য, রংপুরে সোমবার মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন মানবাধিকারকর্মী মিলি মায়া। তিনি রংপুর নগরীর মুলাটোল মহল্লার বাসিন্দা। রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৮/মামুন/মাকসুদ/সাইফ