আইন ও অপরাধ

কারাগারে সাধারণ ওয়ার্ডে ব্যারিস্টার মইনুল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে ব্যারিস্টার মইনুল হোসেনকে। তাকে ডিভিশন দেওয়া হবে না বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম রাইজিংবিডিকে বলেন, ‘তিনি ভিআইপি বন্দি নন। তাছাড়া, আদালত থেকেও বিশেষ কোনো সুবিধা দেওয়ার আদেশ দেওয়া হয়নি। এ কারণে মইনুল হোসেনকে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার পর তাকে কারাগারে আনা হয়।’ ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের একটি টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল। তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন মাসুদা ভাট্টি। রংপুরে দায়ের করা মানহানির আরেকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ মামলায় সোমবার রাতে রাজধানীর উত্তরায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৮/মাকসুদ/রফিক