আইন ও অপরাধ

ধলেশ্বরী দখল করে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে রুল

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের ধলেশ্বরী নদীর জায়গা দখল করে ডরিন পাওয়ারের বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিবাদীদের নিস্ক্রীয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে মানিকগঞ্জের ধলেশ্বরী নদীর অবৈধ দখল উচ্ছেদ, অবৈধ স্থাপনা অপসারেণ/ভাঙতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত।  আগামী চার সপ্তাহের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় সচিব, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় সচিব, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং মানিকগঞ্জের ডিসিসহ সংশ্লিষ্ট ১৩জন বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। শুনানিতে মনজিল মোরসেদ আদালতকে জানান, নদীর জায়গা দখল করে কোন প্রজেক্ট তৈরি বিদ্যমান আইন এবং আদালতের রায়ে সমর্থন করে না। কাজেই মানিকগঞ্জের ধলেশ্বরী নদী দখল করে সেখানে ডরিন পাওয়ারের কর্মকাণ্ড অবৈধ। এর আগে গত ২৪ জুলাই ‘ধলেশ্বরী দখল করে ডরিন পাওয়ারের বিদ্যুৎকেন্দ্র’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে সংবাদটি সংযুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশে (এইচআরপিবি) হাইকোর্টে রিট দায়ের করে। গত ২১ অক্টোবর এই রিট দায়ের হয়। রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৮/মেহেদী/সাইফ