আইন ও অপরাধ

‘বঙ্গবন্ধু হত্যার পলাতক আসামিদের রায় কার্যকর হবে’

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু ও জেলহত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে। দেশে এনেই রায় কার্যকর করা হবে। শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও জেলহত্যা মামলার আসামিরা একই। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় আগে হয়ে যাওয়ায় পাঁচ খুনিকে ফাঁসি দেওয়া হয়েছে। জেলহত্যা মামলার আসামিদেরও দণ্ডাদেশ হয়েছে।’ ব্রাহ্মণবাড়িয়ার বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত প্রীতি সম্মেলনে মন্ত্রী বলেন, ‘যারা পলাতক তাদের আমরা খুঁজছি। তাদের দেশে এনে রায় কার্যকর করবই আমরা। এ জন্য বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ নভেম্বর ২০১৮/মাকসুদ/শাহনেওয়াজ