আইন ও অপরাধ

বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামপুরে ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে আহত শেখ পাভেল ইসলাম (২২) মারা গেছেন। রোববার সকাল ১০টার দিকে পাভেল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শনিবার রাত ৯টার পর জুরাইনে পাভেলকে ছুরিকাঘাত করা হয়। ঢামেক হাসপাতাল থেকে পাভেলের বন্ধু বেলাল হোসেন জানান, এলাকায় তুহিন নামে একজন পাভেলের ছোট বোনকে উত্ত্যক্ত করত। এ নিয়ে এলাকায় সালিসও হয়েছে। কিন্তু তুহিনকে থামানো যায়নি। গতকাল শনিবারও পাভেলের বোনকে সে উত্ত্যক্ত করে। এ ঘটনায় সন্ধ্যায় জুরাইনে তুহিনকে শাসান পাভেল। পরে রাত ১০টার দিকে তুহিন আরো কয়েকজনকে নিয়ে এসে বাঁশপট্টি এলাকায় পাভেলকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় সেখান থেকে পাভেলকে ঢামেকে ভর্তি করা হয়। পাভেল শ্যামপুরের জুরাইন এলাকার মাজার গেটের বাসিন্দা ছিলেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া রাইজিংবিডি/ঢাকা/৪ নভেম্বর ২০১৮/নূর/ইভা