আইন ও অপরাধ

সুপ্রিম কোর্টে ডাচ-বাংলার বুথ

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টে ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের পাশে স্থাপিত বুথ উদ্বোধন করেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক বুথ খুবই প্রয়োজন ছিল। আজকে এ বুথ উদ্বোধনের মাধ্যমে আইনজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হল। আমি খুবই আনন্দিত যে, সুপ্রিম কোর্ট বারে এমন বুথ স্থাপন করা হলো। প্রধান বিচারপতি বলেন, রাস্তাঘাটে টাকা নিয়ে চলাফেরা করা অনিরাপদ। এ বুথে টাকা উত্তোলন ও জমা দেওয়ার ব্যবস্থা থাকায় আইনজীবীরা নিরাপদ বোধ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/১১ নভেম্বর ২০১৮/মেহেদী/রফিক