আইন ও অপরাধ

বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কংগ্রেসকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, ইয়ারুল ইসলাম ও মো. আব্দুল আওয়াল। গত ২৪ জুলাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দিয়ে বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেওয়া হয়। পরে নির্বাচন কমিশনের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৮ অক্টোবর বাংলাদেশ কংগ্রেসকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ার সিন্ধান্ত কেন বেআইনি হবে না এই মর্মে রুল জারি করেন হাইকোর্ট। উক্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রুল যথাযথ ঘোষণা করে ‘বাংলাদেশ কংগ্রেসকে’ নিবন্ধন দিতে আদালত নির্দেশ দিয়েছেন বলে জানান কাজী রেজাউল হোসেন। রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৮/মেহেদী/সাইফ