আইন ও অপরাধ

হিজবুত তাহরীরের ৫ সদস্য রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হওয়া  নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের পাঁচ সদস্যের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত গণিত বিভাগ তৃতীয় বর্ষের ছাত্র ফারাবী খান অনিক, কল্যাণপুরে আর্টিসান নামে একটি কোচিং সেন্টার পরিচালনাকারী তারেক মোহাম্মদ ফয়সাল, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র তানভীর আহম্মেদ, মোস্তফা মোরসালীন প্রাঙ্গণ ও তেজগাঁও কলেজের ছাত্র জামিলুর রেজা নবীন। এর আগে আসামিদের আদালতে হাজির করে মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের তিন দিন করে রিমান্ডের আদেশ দেন। প্রসঙ্গত, শনিবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী বিপুল পরিমাণ লিফলেট জব্দ করা হয়। রাইজিংবিডি/ঢাকা/২৬ নভেম্বর ২০১৮/মামুন খান/সাইফ