আইন ও অপরাধ

ভিকারুননিসা ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীর আত্মহত্যার ঘটনা তদন্তে দুটি কমিটি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং স্কুল কর্তৃপক্ষ মঙ্গলবার পৃথক তদন্ত কমিটি গঠন করে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাজনীন ফেরদাউস মঙ্গলবার সকালে সাংবাদিকদের বলেন, আত্মহত্যার ঘটনা তদন্তে স্কুল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরপরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কমিটিতে গভর্নিং বডির সদস্য আতাউর রহমান, খুরশিদ জাহান ও ফেরদৌসী জাহান রয়েছেন। এর আগে সচিবালয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় কমিটি গঠন করা হয়েছে। মাউশির ঢাকা আঞ্চলিক অফিসের উপ-পরিচালক শাখাওয়াত হোসেন এবং ঢাকা জেলা শিক্ষা অফিসার বেনজীর আহমেদকে কমিটিতে রাখা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটিতে অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক অফিসের পরিচালক মো. ইউসুফকে প্রধান করা হয়েছে।’ এদিকে মঙ্গলবার সকাল থেকেই আত্মহত্যার ঘটনায় শিক্ষকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। তারা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে ওই স্কুলের শিক্ষকদের খারাপ ব্যবহারের বিষয়ে গণমাধ্যমের কাছে ক্ষোভ জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্কুলের সামনে অভিভাবকরা অবস্থান করছিলেন। উল্লেখ্য, সোমবার শান্তিনগরের নিজ বাসা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রি অধিকারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, স্কুলে নকলের অভিযোগে অপমানের জের ধরে সে আত্মহত্যা করেছে। রাইজিংবিডি/ঢাকা/৪ ডিসেম্বর ২০১৮/মাকসুদ/সাইফ