আইন ও অপরাধ

অরিত্রীর আত্মহত্যা : অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষিকার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে অরিত্রী অধিকারীর (১৫) বাবা দিলীপ অধিকারী বাদি হয়ে পল্টন থানায় এ মামলা করেন। মঙ্গলবার গভীর রাতে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলা নম্বর-১০। দণ্ডবিধির ৩০৫ ধারায় মামলাটি দায়ের হয়। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ থানা পুলিশ জানায়, মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আখতার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনাকে আসামি করা হয়েছে। তাদেরকে মামলার বিষয়ে যেকোনো সময় জিজ্ঞাসাবাদ করা হতে পারে। উল্লেখ্য, মোবাইল ফোনের মাধ্যমে নকলের অভিযোগ তুলে বাবা-মাকে ডেকে অপমান ও টিসি দেওয়ার কথা বলায় সইতে না পেরে সোমবার দুপুরে শান্তিনগরের বাসায় অরিত্রী আত্মহত্যা করে। সে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল। এর প্রতিবাদে মঙ্গলবার দিনভর আন্দোলন করে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকরা। এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সব পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করে অরিত্রীর সহপাঠীরা।

       

রাইজিংবিডি/ঢাকা/৫ ডিসেম্বর ২০১৮/মাকসুদ/সাইফুল