আইন ও অপরাধ

পিকআপ ভ্যানের চাকার ভেতর ইয়াবা

নিজস্ব প্রতিবেদক : পিকআপ ভ্যানের অতিরিক্ত চাকার ভেতর লুকিয়ে আনা ৩৭ হাজার ৭৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাবের একটি দল। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বুধবার সন্ধ্যায় র‌্যাব-২ এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল মালিক জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনের রাস্তা থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে মো. ইউসুফ নুর জোবায়ের, মো. আবু রাজা এবং মো. জুবায়ের নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে পিকআপ ভ্যানের অতিরিক্ত চাকার ভেতর থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।এ বিষয়ে থানায় মামলা হয়েছে। র‌্যাবের  গোয়েন্দারা জানায়, টেকনাফ ও কক্সবাজারের কতিপয় মাদক ব্যবসায়ী আকাশপথে কক্সবাজার-ঢাকা যাতায়াত করছে। তারা নিষিদ্ধ মাদক (ইয়াবা ট্যাবলেট) অভিনব পন্থায় কখনো পিকআপ ভ্যানের অতিরিক্ত চাকা, কখনো গ্যাসের সিলিন্ডার, কখনো বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল সরঞ্জামাদি যেমন ফ্যান, ওয়াশিং মেশিন, এসি ইত্যাদির ভেতর ইয়াবা লুকিয়ে পরিবহন করে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পাঠায়। রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৮/মাকসুদ/রফিক