আইন ও অপরাধ

বিমস কার্যালয় পরিদর্শন করলেন কেভিন ব্রাউন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) কার্যালয় পরিদর্শন করেছেন  ইন্টারন্যাশনাল মেডিয়েটর্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকেভিন ব্রাউন। শুক্রবার বিকেলে তিনি রাজধানীর শান্তিনগরে সার্কিট হাউজ রোডে বিমস কার্যালয় পরিদর্শনে আসেন। এ সময় কেভিন ব্রাউনকে স্বাগত জানান বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী। বিমস কার্যালয়  পরিদর্শনের সময় মি. কেভিন ব্রাউনের সঙ্গে ছিলেন সাউথ এশিয়ান পিস অ্যালায়েন্সের (সাপা) কো-অর্ডিনেটর বিজয় বিশ্বসরীয়া ভারতীয়। তারা মেডিয়েটরদের সঙ্গে বাংলাদেশে মেডিয়েশন সোসাইটির কার্যক্রম, দেশের মামলাজট নিরসনে মেডিয়েশন আন্দোলন কীভাবে সফল করা যায় সে বিষয়ে আলোচনা করেন এবং পরামর্শ দেন। বিমসের মুখপাত্র ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুস সালাম মণ্ডল এ সময় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সম্প্রীতি বজায় রেখে মামলা-মোকাদ্দমা থেকে নিজেদের এড়ানোর জন্য জনগণকে উদ্ধুদ্ধ করা এবং স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গণে বিশেষজ্ঞ মেডিয়েটর তৈরি করতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) কাজ করছে।

রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৮/মেহেদী/শাহনেওয়াজ