আইন ও অপরাধ

আসিফের মামলায় প্রতিবেদন ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক : গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা মামলায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলাটি সোমবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন। তবে এদিন আসিফ আদালতে হাজির হননি। তার পক্ষে সময়  আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তেজগাঁও থানায় দায়ের করা মামলায় গত ৫ জুন দিবাগত রাত দেড়টার গ্রেপ্তার হন আসিফ আকবর। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আসিফকে মগবাজারে তার অফিস থেকে গ্রেপ্তার করে। পরদিন এ আসামির ৫ দিনের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। ৫ দিন কারাভোগের পর গত ১১ জুন আদালত আসিফের জামিন মঞ্জুর করলে ওই দিনই তিনি মুক্তি পান। রাইজিংবিডি/ঢাকা/১৭ ডিসেম্বর ২০১৮/মামুন খান/ইভা