আইন ও অপরাধ

হামলার ঘটনায় তিন দিনের মধ্যে প্রতিবেদন চায় ইসি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের গাড়িবহরে ওপর হামলার ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সোমবার ইসি সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. জাবেদ পাটোয়ারীর কাছে পাঠানো হয়েছে। ইসির যুগ্ম সচিব আবুল কাশেম স্বাক্ষরিত এই চিঠিতে উল্লেখ করা হয়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও তার গাড়িতে হামলার ঘটনা তদন্ত করে আগামী তিন দিনের মধ্যে ইসি সচিবালয়ে প্রতিবেদন জমা দিতে হবে। এর আগে জোটের পক্ষ থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসি সচিব হেলালুদ্দীন আহমদের কাছে ড. কামালের ওপর হামলার শাস্তির লিখিত দাবি জানায়। প্রসঙ্গত, গত শুক্রবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতারা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় হামলার ঘটনা ঘটে। এতে কামাল হোসেনের গাড়িবহরের কয়েকটি গাড়ি ভাঙচুর ও নেতা-কর্মীদের ওপর হামলা হয়। রাইজিংবিডি/ঢাকা/১৭ ডিসেম্বর ২০১৮/হাসিবুল/সাইফ