আইন ও অপরাধ

পৌনে ২ কোটি টাকার সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ২ কোটি টাকা মূল্যের সাড়ে ৩ কেজি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। সোমবার দুবাই থেকে আসা একটি বিমানে তল্লাশি চালিয়ে এসব সোনা জব্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন। শুল্ক গোয়েন্দা জানায়, সন্ধ্যায় দুবাই থেকে আসা ইকে ৫৮৬  ফ্লাইটের ৩৮ নম্বর সিট থেকে ৩০টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারগুলোর ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম। গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে, বিমান তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার ও জব্দ করে শুল্ক গোয়েন্দাদের দল। এসব সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ ডিসেম্বর ২০১৮/এম এ রহমান/রফিক