আইন ও অপরাধ

অবৈধ হ্যান্ডসেট জব্দ, আটক ১১

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র‌্যাবের যৌথ অভিযানে নকল হ্যান্ডসেট ও জ্যামার জব্দ করা হয়েছে। এ সময় ১১ জনকে আটক করা হয়েছে। বুধবার বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। গতকাল রাতে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে অভিযান চালানো হয় বলে জানান তিনি। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নিবার্হী ম্যাজিস্ট্রেট সারোয়ার উল আলম। আইএমইআই নম্বরের মাধ্যমে প্রস্তুত নকল হ্যান্ডসেট ও মোবাইল নেটওয়ার্কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী জ্যামারের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। জব্দকৃত হ্যান্ডসেট ও জ্যামারের দাম হবে আনুমানিক ৬০ লাখ টাকা। অভিযানে আটক ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ১০ দিন থেকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৮/ইয়ামিন/সাইফ