আইন ও অপরাধ

মির্জা আব্বাসের উপস্থিতিতে তদন্ত কর্মকর্তাকে জেরা

নিজস্ব প্রতিবেদক : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খায়রুল হুদাকে জেরা করেছেন তার  আইনজীবী। এ সময় মির্জা আব্বাস আদালতে উপস্থিত ছিলেন। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক ড. শেখ গোলাম মাহবুবের আদালতে তদন্ত কর্মকর্তাকে জেরা করেন মির্জা আব্বাসের আইনজীবী আব্দুর রেজ্জাক খান। তবে এদিন জেরা শেষ না হওয়ায় আদালত আগামী ১০ জানুয়ারি পরবর্তী জেরার তারিখ ধার্য করেছেন। এর আগে মামলাটিতে চার্জশিটভুক্ত ৪৪ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। প্রসঙ্গত, ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকার তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম ২০০৭ সালের ১৬ আগস্ট রমনা থানায় মামলা করেন। ২০০৮ সালের ১৪ মে দুদকের সহকারী পরিচালক খায়রুল হুদা মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করেন। রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৮/মামুন খান/ইভা