আইন ও অপরাধ

মিথ্যা তথ্য প্রকাশকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সশস্ত্র বাহিনী ও পুলিশ নিয়ে ইউটিউবে মিথ্যা তথ্য প্রকাশ ও অপপ্রচারের অভিযোগে জিয়াউর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে জিয়াউরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল, ল্যাপটপ ও সিম জব্দ করা হয়।’ পুলিশ জানয়, জিয়াউর রহমান উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ইউটিউব চ্যানেলে সশস্ত্র বাহিনী দ্বারা পুলিশকে মারধরের মিথ্যা ভিডিও আপলোড করে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে। সে একটি ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ ও অপপ্রচার চালিয়ে আসছিল। রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৮/মাকসুদ/রফিক