আইন ও অপরাধ

রাজধানীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় জাল নোট তৈরির সরঞ্জাম ও ৯ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক জানান, সোমবার সকাল সাড়ে ১১টায় কদমতলী থানার নতুন রাজাবাড়ী আজাদ হাউজিংয়ে সাত তলা ভবনের সপ্তম তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে অভিযান চালিয়ে সুমন ওরফে সাগর ও হুসনে আরাকে গ্রেপ্তার করা হয়। তারা জাল নোট তৈরি করে বাজারে ছেড়ে প্রতারণা করে আসছিল। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে ৯ লাখ টাকার জাল নোট, আংশিক তৈরীকৃত ৩ লাখ ভারতীয় রুপি, রুপি তৈরির ফিতা ১ লাখ, চারটি মোবাইল ফোন সেট এবং জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৯/মাকসুদ/রফিক