আইন ও অপরাধ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন স্থগিত চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক : সংযোজিত নতুন ওয়ার্ডের সীমানা নির্ধারণ না করেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ঘোষিত নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জ ও স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে তিনি বলেন, রিট আবেদনটি আজ বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টে উত্থাপন করা হবে। আগামী রোববার রিটের ওপর শুনানি হতে পারে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সাতজনকে বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়, এর আগেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ নিয়ে হাইকোর্টে রিট দায়ের হয়েছিল। কিন্তু আদালত সে বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেওয়া সত্ত্বেও গত ২২ জানুয়ারি নির্বাচন কমিশন পৃথক দুইটি তফসিল ঘোষণা করে। এ অবস্থায় কমিশনের তফসিলটি সংবিধান ও আইনের পরিপন্থী। রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৯/মেহেদী/সাইফ