আইন ও অপরাধ

‘ওদের টার্গেট ছিল বাণিজ্য মেলায় আগত দর্শনার্থী’

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীর মূল্যবান দ্রব্যসামগ্রী ছিনতাই করার জন্য সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। এই চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার বিকেলে র‌্যাব-২ থেকে জানানো হয়, মঙ্গলবার রাতে শেরেবাংলা নগর থানার আওতাধীন বাণিজ্যমেলা, বিআইসিসি ক্রসিংয়ের আশপাশে  অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে মো. সাহালম শেখ, মো. বাবু মিয়া, মো. রুবেল, মো. মেহেদী হাসান, মো. ফরিদুল ও মো. আসলাম তালুকদারকে গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্বে থাকা র‌্যাব কর্মকর্তা রাইজিংবিডিকে জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা মূলত বাড্ডা, আব্দুল্লাহপুরসহ বিভিন্ন স্থানে ছিনতাই করে। তবে বাণিজ্য মেলাকে কেন্দ্র করে মেলায় আগত দর্শনার্থীর মূল্যবান সামগ্রী ছিনতাই করার উদ্দেশ্যে আশেপাশে অবস্থান নেয়। বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। মেলায় আগত সাধারণ জনগণের সঙ্গে থাকা ব্যাগ গুরুত্বপূর্ণ মালামাল, দ্রব্যসামগ্রী ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৯/মাকসুদ/সাইফ