আইন ও অপরাধ

মূল্যায়নপত্রে নম্বর বাড়ানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা বোর্ডের মূল্যায়নপত্রে নম্বর বাড়ানোর নামে প্রতারণা করায় মো. রিফাত নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার বিকেলে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন ভূঁইয়া জানান, শনিবার গভীর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভূঁইঘর এলাকা থেকে রিফাতকে গ্রেপ্তার করা হয়। ফেসবুকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার সব বোর্ডের মূল্যায়নপত্রে নম্বর বাড়ানো সংক্রান্ত প্রতারণামূলক পোস্ট দিয়ে বিকাশে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে স্থানীয় একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা কোর্সের ছাত্র। র‌্যাব দাবি করে, রিফাত তার বাবার নামে রেজিস্ট্রেশন করা সিম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খোলে।  সেখানে নিজেকে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মচারী হিসেবে উল্লেখ করে এবং প্রোফাইলে ঢাকা শিক্ষা বোর্ডের মনোগ্রাম ব্যবহার করে। ২০১৯ সালের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সে ভুয়া ফেসবুক আইডি থেকে  বোর্ডের মূল্যায়নপত্রে নম্বর বাড়ানোর নামে প্রতারণামূলক পোস্ট দিয়ে আসছে। রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/রফিক